কোটচাঁদপুরে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৫ তম জম্মবার্ষিকী পালিত
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধার দিকে খাদ্য গোডাউনে সামনে বলুহর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন এর অফিসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর মনিরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম খোকন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আজম বিশ্বাস,পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য শামীম আরা হ্যাপীসহ যুবলীগের বিভিন্ন পর্যারের নেতাকর্মীরা।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে করে বিশেষ দোয়া করা হয়।