কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ মতবিনিময় করেন। সোমবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি সাংবাদিকদের সমাজের দর্পন উল্লেখ করে দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
খান মাসুম বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র
তিনি বিসিএস ৩৪ তম ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা হন। এর আগে তিনি খুলনা কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন। চাকরি জীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ নজরুল ইসলাম, কাজী মৃদুল, কামাল হাওলাদার, এসএম রায়হান উদ্দীন, মঈন উদ্দীন খাঁন, সুব্রত কুমার দাশ, অশোক দে, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, আব্দুর রউফ, রমজান আলী, সোহেল চৌধুরী, আকিমুল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সাংবাদিকদের পক্ষে মোঃ কামাল হাওলাদার বলেন কোটচাঁদপুর সাংবাদিকদের কোন বসার জায়গা নাই।আমরা চায় আপনি আমাদের বসার জায়গা করে দিবেন।এটা আমরা চিরদিন স্বরণ করবো।
Master the game, rule the competition Lucky Cola