কোটচাঁদপুর পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের উপর দুর্বৃত্তের হামলা
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে সদ্য নবগঠিত পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা টিপুকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ই অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এবিষয়ে আহত মির্জা টিপু জানান,তার নিজস্ব ক্লিনিকে জরুরি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে পুরাতন সিনেমা হল রোড দিয়ে হাসপাতাল মোড়ে ঢোকার আগ মূহুর্তে রাস্তার পাশে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার পিছন থেকে পিঠে কোপ মেরে দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি।তিনি আরও জানান, পিছন থেকে হামলা করায় প্রাথমিকভাবে তিনি কাউকে চিনতে পারেনি।
এলাকাবাসীর সূত্রে, সদ্য নবগঠিত পৌর বিএনপির কমিটি গঠনের কারনে দলীয় কোন্দলের জেরে এই সন্ত্রাসী হামলা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলে সবাই জানায়।
এব্যাপারে মডেল থানার সেকেন্ড অফিসার আব্দুল মান্নান জানান, তারা এখনো কোন অভিযোগ দেইনি,যদি অভিযোগ পান তাহলে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।