ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা?
সালমান খানের বোন অর্পিতা খানের ঈদ পার্টিতে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। তবে পার্টিতে ক্যাটরিনার পোশাক দেখে রীতিমতো অবাক নেটিজেনদের একাংশ। সাবেকি পোশাক পড়লেও এভাবে কেন ওড়না নিয়েছেন তিনি? তাহলে কী সত্যি মা হতে চলেছেন ক্যাটরিনা? ওড়না দিয়ে ঢেকেছেন বেবিবাম্প? প্রশ্ন ভক্তদের।
যদিও ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন এটাই প্রথমবার নয়। এর আগেও তাকে নিয়ে এই গুঞ্জন ছিল তুঙ্গে।
ক্যাটরিনা বিয়ের পিঁড়িতে বসেছেন দেড় বছর হতে চলল। তবে এখনও অন্তঃসত্ত্বা হওয়ার কোনো খবরই তিনি সামনে আনেননি। আলিয়া ভাট যেমন বিয়ের বছরই সন্তান নিলেন, এবার ক্যাটরিনা কাইফ কি এক বছরের মাথায় সুখবর শোনাতে চলেছেন?টিভি নাইনের খবরে বলা হয়েছে, ইতিমধ্যেই একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। কখনো তার পোশাককে কেন্দ্র করে, কখনো আবার তার লুককে কেন্দ্র করে গুঞ্জন ছড়িয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই খবর। তবে এ প্রসঙ্গে ক্যাটরিনা-ভিকি কৌশল জুটি তেমন কোনো খবর এখন পর্যন্ত সামনে আনেননি
The adventure of a lifetime is waiting—join now! Lucky Cola
Level up faster with daily quests and bonuses! Lucky Cola