ক্রিকেটারদের করোনা পরীক্ষা আজ
নিউজিল্যান্ড সিরিজের পর কিছুদিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। তারপর ব্যক্তিগতভাবে মিরপুর স্টেডিয়ামে টানা অনুশীলন করেছেন টি-২০ বিশ্বকাপ দলের সদস্যরা। দলগত অনুশীলন, ক্যাম্প ছিল না বলেই নিজের মতো করেই বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন মাহমুদউল্লাহ, সোহান, সৌম্যরা। গতকাল টাইটেল স্পন্সর দারাজের শুটিংয়ে অংশ নিয়েছেন টাইগাররা।
আজ করোনা ভাইরাসের পরীক্ষা হবে ক্রিকেটারদের। পুরো দিনই বাসায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে। কারণ আগামীকালই ওমানের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল, রাত পৌনে ১১টায় ফ্লাইট। এখানেই প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ বাহিনী। হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফের সবাই ওমানেই দলের সঙ্গে যোগ দেবেন।
ঢাকা থেকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুরও দলের সঙ্গী হওয়ার কথা রয়েছে। ওমান পৌঁছে এক দিনের কোয়ারেন্টাইনে থাকবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। তারপর টানা চার দিন ওমানে অনুশীলন করবেন তারা। ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আসবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি প্রস্তুতি ম্যাচ খেলে আবার ১৫ অক্টোবর ওমানে ফিরবে টাইগাররা। পরে ১৭, ১৯, ২১ অক্টোবর যথাক্রমে স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউগিনির বিরুদ্ধে প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।