ক্রিকেটে ফিরছে শতভাগ দর্শক
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে শতভাগ দর্শক। লর্ডসে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে শতভাগ দর্শক থাকবে গ্যালারিতে। ২০১৯ সালের সেপ্টেম্বরে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে সবশেষ ইংলিশরা কোন বিধিনিষেধ ছাড়াই মাঠে বসে খেলা উপভোগ করতে পেরেছিল। সিরিজটিতে মূলত পরীক্ষামূলকভাবে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সে হিসেবে লর্ডসে দু’দলের ২য় ওয়ানডেকে যুক্তরাজ্য সরকারের ইভেন্ট রিসার্চ প্রোগ্রামের (ইআরপি) অন্তর্ভূক্ত করা হয়েছে।
গত মাস থেকে ইংল্যান্ডের বিভিন্ন মাঠে দর্শক ফেরা শুরু হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ১ম তিনদিনে মাঠে ছিলেন প্রায় ১৭ হাজার দর্শক। যেটি সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতার ২৫ ভাগ। তবে সরকারের স্বাস্থ্যবিধি মেনেই ফেরানো হচ্ছে দর্শক।
গত সপ্তাহে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা দেয় শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজগুলো ইআরপির অন্তর্ভূক্ত থাকবে। যেহেতু দেশটির সরকার করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে নেয়ার চিন্তা করছে, সে হিসেবেই দর্শক ফেরানোর কথা ভাবছে ইসিবিও। ১৯ জুলাই এজবাস্টনে পাকিস্তান-ইংল্যান্ডের ৩য় ম্যাচেও থাকবেন ৮০ শতাংশ দর্শক। তবে মাঠে প্রবেশে আগ্রহী দর্শকদেরকে অবশ্যই করোনা টেস্ট করিয়ে নিতে হবে এবং নেগেটিভ সনদ নিয়েই মাঠে প্রবেশ করতে হবে। একইসঙ্গে টিকা নেয়ার সনদও থাকতে হবে তাদের। সামাজিক দূরত্বের বালাই না থাকলেও, দর্শকদেরকে মাস্ক পরার নির্দেশনা দেয়া হবে। ১৬ বছরের নিচে কেউ এজবাস্টনে প্রবেশ করতে পারবে না। যদিও লর্ডসে এমন নিয়ম থাকছে না।