খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ১১ জনের মৃত্যু

Share Now..

খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীর তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা ডেডিকেট করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, খুলনা মহানগরীর ফুলবাড়ীগেট এলাকার আনোয়ারা খাতুন (৩২), সোনাডাঙ্গার নাজমা (৪৪), রূপসার নূর ইসলাম (৬৬), সাতক্ষীরার শ্যামনগরের সুর্বণা (৫৫), যশোর সদরের মো. শরিফুল ইসলাম (৪২), খুলনার ডুমুরিয়া উপজেলার মোশারেফ (৬৩)। এছাড়া হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২১৩ জন। যার মধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়োলো জোনে ৪২ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। মৃতব্যক্তিরা হলেন, খুলনার ফুলতলা উপজেলার তারতিবপুরের বিবেক কুণ্ডু (৪৯), নগরীর সোনাডাঙ্গার দারুস সালাম মসজিদ লেনের মানসুরা বেগম (৫৩), রূপসা উপজেলার রহিমনগর গ্রামের আব্দুল মান্নান সরদার (৬০) ও বাগেরহাটের চিতলমারী উপজেলার আওয়াল শিকদার (৭০)। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ১২০ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। শুক্রবার ৩১ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। মৃত আলেয়া বেগম (৬৫) যশোর শহরের বারান্দিপাড়ার বাসিন্দা। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন, তার মধ্যে ৩৩জন পুরুষ ও ৩৭ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *