গাছের পাতায় শরীর ঢাকলেন ঋতাভরী

Share Now..


টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী সবসময়ই তার বোল্ড ফটোশ্যুটের কারণে আলোচনায় থাকেন। অভিনয়ের দক্ষতার পাশাপাশি সৌন্দর্য ও মিষ্টি হাসির জন্যেও বেশ জনপ্রিয় তিনি। কখনও ট্র্যাডিশনাল শাড়িতে অনুরাগীদের মন জয় করেন আবার কখনও শুধু শার্ট পরেই তাক লাগান ভক্তদের।

সম্প্রতি চোখ ধাঁধানো লুকে সোশ্যাল মিডিয়ায় দেখা দিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গাছের পাতা দিয়ে শরীর ঢেকে ক্যামেরার সামনে এলেন ‌‘ফাটাফাটি’ অভিনেত্রী। ক্যামেরার সামনে চোখের চাহনিতে ঝরে পড়ছে আবেদন। আর সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঋতাভরীর ছবিতে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘কী সুন্দর লাগছে। অনবদ্য।’ আরেকজন লিখেছেন, ‘এমনি এমনি তো আর তোমাকে বং ক্রাশ বলে ডাকা হয় না। হেব্বি লাগছে।’

তবে এখানেও ট্রলের হাত থেকে বাঁচতে পারেননি অভিনেত্রী। একজন মন্তব্য সেকশনে তাকে ‘কিয়ারার সস্তা কপি’ বলে ডাকলেন। আরেকজন আবার লিখেছেন, ‘পাতা আবার ছাগল এসে না খেয়ে যায়’।
আগামী ১২ মে মুক্তি পাবে ‌‘ফাটাফাটি’। ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি গল্প বলবে এক প্লাস সাইজ মডেলের। বার্তা দেবে মডেলিং, সাজ কেবলই ছিপছিপে রোগা মেয়েদের জন্য নয়। অরিত্র মুখোপাধ্যায় এই ছবির পরিচালনা করেছেন। যে ছবির বার্তাই হলো, ‘আমরা মোটা হতে পারি, আমাদের জীবন মোটামুটি নয়। আমাদের জীবন ‌ফাটাফাটি।

2 thoughts on “গাছের পাতায় শরীর ঢাকলেন ঋতাভরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *