গাছের পাতা কাটা নিয়ে ভাইয়ের হাতে বোন খু*নের অভিযোগ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে বোন খুনের অভিযোগ পাওয়া গেছে।উপজেলার বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় বুধবার (১৭ মে) এই ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম (৪৫) একই এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে।
নিহতের ভাই মো. আমিন বলেন, বুধবার বিকেলে আমার বোন কলাগাছের পাতা কাটতে ছিল এমন সময় রেজাউল গিয়ে কোনো কথাবার্তা ছাড়া আমার বোনকে আঘাত করতে মাটিতে ফেলে দেয়। পরে আমরা বোনকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ(চমক) হাসপাতালে নিয়ে গেলল সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে আমার বোন মারা যান। পরে সকালে থানায় এসে এ ঘটনার বিষয়ে জানাই।
আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাসান বলেন, বৃহস্পতিবার (১৮ মে) সকালে নিহতের ছোট ভাই থানায় এসে খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। পরবর্তীতে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চমক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Immerse in Uncharted Realms: Your Odyssey Begins Here! Lucky Cola
Where dreams become pixels and pixels become victories. Join us on our online gaming journey! Lodibet
Team up with friends or go solo – the choice is yours! Lucky cola
Enjoy endless entertainment with our top-rated online games! Lucky Cola