ঘূর্ণিঝড় ইয়াস থেকে রক্ষা পেতে প্রশাসনের প্রস্তুতি মহেশপুরে প্রস্তুত তিন সাইক্লোন শেল্টার ও ১৫২টি শিক্ষা প্রতিষ্ঠান

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঘূর্ণিঝড় ইয়াস থেকে রক্ষা পেতে ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরে তিন সাইক্লোন শেল্টার ও ১৫২ শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে। দুর্যোগের আগে ও পরে চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। দুর্ঘটনা থেকে রক্ষার জন্য জেলা-উপজেলা প্রশাসন, জেলা-থানা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ হটলাইন নম্বরগুলো ২৪ ঘন্টা চালু থাকবে। নম্বরগুলো জনসাধারণের জন্য প্রচারের ব্যবস্থা করা হয়েছে। মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশীদ খান জানান, “ঘূর্ণিঝড় ইয়াস থেকে রক্ষা পেতে মহেশপুর উপজেলার গ্রাম ও পৌর এলাকায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যাদের পাকা বাড়ি আছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আশ্রয়ের জন্য তারা যেন সহযোগিতা করেন তেমন নির্দেশনা দেওয়া হয়েছে। শুকনো খাবার চিড়া, মুড়ি, বিস্কুট, চাল, ডাল দিয়ে প্যাকেট করে প্রস্তুত রাখা হয়েছে”। ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান জানান, ঝিনাইদহে প্রত্যেকটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মিটিং করে ঘূর্ণিঝড় ইয়াস থেকে রক্ষা পেতে শুকনা খাবার চাল, ডাল, তেল, আলু বিস্কিট দিয়ে প্যাকেট করে সম্ভব্য ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *