চকরিয়ায় পিকআপ-লেগুনা সংঘর্ষ, নিহত ২
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উত্তর হারবাং আজিজনগর জিলানী পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লেগুনা যাত্রী চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়া গ্রামের জানু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪) ও উত্তর হারবাং কলাতলী এলাকার আবুল বাছেরের ছেলে মো. হামিদ উল্লাহ (২৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারে ফিরছিল একটি পিকআপ ভ্যান। সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগরস্থ জেলা পরিষদ গেইটের অদূরে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি লেগুনা গাড়ির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে দুই লেগুনা যাত্রী নিহত হন।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি ইমন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে দুই লাশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।