চীনে প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঠাণ্ডায় নিহত ২১
প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়ায় চীনের গানজু প্রদেশের চলমান আল্ট্রাম্যারাথনে অংশ নেওয়া অন্তত ২১ প্রতিযোগীর মৃত্যু হয়েছে। চীনের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার এক খবরে বলা হয়, স্থানীয় গত শনিবার গানজুর বাইয়াইন শহরের পার্শ্ববর্তী ইয়োলো রিভার স্টোন ফরেস্টের পার্বত্য এলাকায় ক্রস কান্ট্রি ১০০ কিলোমিটার ম্যারাথন চলাকালে হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে ওঠে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। বাইয়াইন সিটি মেয়র ঝাং জুচেন বলেন, ম্যারাথন চলাকালে বিকেলে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় এবং প্রচণ্ড শিলাবৃষ্টির সঙ্গে ঠাণ্ডা ঝড়ো বাতাস প্রবাহিত হয়। এতে ওই অঞ্চলের তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। প্রতিযোগীদের উদ্ধারের জন্য পাঠানো মেসেজ যতক্ষণে রিসিভ করা হয়, ততক্ষণে ২১ জনের মৃত্যু হয়। পরে ওই এলাকা থেকে ১৮ জন প্রতিযোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রতিযোগিতায় ১৭২ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। বাকি ১৫১ জন নিরাপদ রয়েছেন। তাদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।