চুয়াডাঙ্গায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল,
আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন
মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের
পদত্যাগ, খালেদা জিয়া ও মুক্তিসহ ১০ দফা দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির
অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার (১ এপ্রিল) দুপুর ২ টায় চুয়াডাঙ্গায় জেলা বিএনপির আয়োজনে
সাহিত্য পরিষদ চত্তরে অনুষ্ঠত অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র সদস্য খন্দকার আব্দুর জব্বার
সোনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. মামুন আহমেদ সদস্য চেয়ারপারসনের
উপদেষ্টা কাউন্সিল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরীফুজ্জামান শরীফ
সদস্য সচিব চুয়াডাঙ্গা জেলা বিএনবি।