চুয়াডাঙ্গায় সোনার বার ও হেরোইন জব্দ, আটক ১
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে সোমবার (১৭ এপ্রিল) সকালে পাঁচটি সোনার বার ও ৩৫০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়েছে। এসময় এক যুবককে আটক করা হয়। সকাল ১০টার দিকে দর্শনার রেলস্টেশনের পাশ থেকে তাকে আটক করে বিজিবি টহলদল।
আটক সেলিম উদ্দিন (৩৪) কুমিল্লা হোমনা থানার নিলুখা গ্রামের রওসান আলির ছেলে।
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮-বিজিবির সহকারি পরিচলক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উক্ত আসামিকে আটক ও তার দেহ তল্লাসি করে পাঁচটি সোনার বার জব্দ করা হয়। যার বাজার মুল্য ৪৮ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে।
৫৮ -বিিিজ্ব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, আসামিকে দর্শনা থানায় সোপর্দসহ মামলা করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দর্শনা হল্টস্টেশনে দাঁড়ানো একটি ট্রেনের কামরা থেকে ৩৫০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা।
Every hero needs a story—begin yours today! Lucky Cola