চুয়াডাঙ্গার নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা
সেলিম রেজা, হিজলগাড়ীঃ
চুয়াডাঙ্গার সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃশামীম ভূইয়ার সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যরা।গতকাল মঙ্গলবার বিকালে সদর উপজেলার নির্বাহী অফিস কার্যালয়ের সভা কক্ষে পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় নবাগত নির্বাহী অফিসার শামীম ভূইয়াকে ফুলেল শুভেচছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার সদর উপজেলার অন্যতম সাংবাদিক সংগঠন হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান,সহ-সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক লাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম.এ.আর. নয়ন, অর্থ সম্পাদক মাহফুজ আলম, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জনি, সাধারণ সদস্য হাফিজুর রহমান। নবাগত নির্বাহী অফিসার শামীম ভূইয়ার হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যদের সাথে দিকনির্দেশনামূলক ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।