চুয়াডাঙ্গার বোয়ালমারীতে ওসির হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেলো ৮ম শ্রেনীর ছাত্রী
হিজলগাড়ী প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার সদর উপজেলা কৃষ্ণপুর বোয়ালমারীতে দর্শনা থানার ওসির হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ৮ম শ্রেণীর এক মেধাবী ছাত্রী। সাবালিকা না হওয়া পযন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে অঙ্গীকার করেছে মেয়ের বাবা,মা।
গত সোমবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দর্শনাধীন নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বোয়ালমারীতে এই বাল্য বিবাহ বন্ধ করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল করীব জানান, বিশ্বস্ত সুত্রে খবর পাই নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বোয়ালমারীতে ৮ম শ্রেণীর এক ছাত্রীর আগামী সোমবার বিয়ের দিনক্ষণ ধার্য হয়েছে। খবর পেয়েই সঙ্গীয় ফোর্স সহ উক্ত ছাত্রীর বাড়ীতে উপস্থিত হয়ে মেয়ের বাবা ও মা সহ পরিবারের সদস্যদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে বোঝানো হয়। সেই সাথে আইনী বিষয়গুলোও তুলে ধরা হয়। মেয়ের বাবা মা তাদের ভুল বুঝতে পেরে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অঙ্গীকার করে। এছাড়াও গোপনে কিংবা অন্য কোনভাবে উক্ত ছাত্রীকে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া না হয় সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে সর্তক করা হয়।