চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় নমুনা পরীক্ষা অনুপাতে কোভিড-১৯ রোগী শনাক্তের হার
আশঙ্কাজনকহারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১২৫ জনের নমুনা পরীক্ষা করে এদিনে
সর্বোচ্চ ৮২ জনের করোনা পজিটিভ। শনাক্তের হার ৬৫ দশমিক ৬০ শতাংশ। যা
মঙ্গলবার ছিল ৫০ শতাংশ। আর গত এক সপ্তাহে জেলায় করোনা আক্রান্তের গড় হার
দাঁড়িয়েছে প্রায় ৫২ শতাংশে। অপর দিকে চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা
আক্রান্ত হয়ে দুই ও উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে জেলার আরেক সীমান্তবর্তী উপজেলা জীবননগরে আগামীকাল বুধবার সকাল ৬টা
থেকে সর্বাত্মক কঠোর লকডাউনের আওতায় নেয়া হচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায়
চুয়াডাঙ্গা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া
হয়েছে।
এর আগে গত ২০ জুন চুয়াডাঙ্গা পৌরসভা ও শহরতলী আলুকদিয়া ইউনিয়নে সাত দিনের
লকডাউনের আজ তৃতীয় দিন। আর গত ১৫ জুন দামুড়হুদা উপজেলার ১৪ দিনের
লকডাউনের আজ ৮ম দিন। এ সব জায়গায় লকডাউন চলছে নামে মাত্র। কোথাও কোন
স্বাস্থ্যবিধি মানার চিত্র চোখে পড়েনি। তবে জেলা প্রশাসন ও পুলিশ
প্রশাসনের পক্ষ থেকে লকডাউন মানাতে অভিযান চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি
না মানায় করা হচ্ছে জরিমানাও। শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের
তল্লাশি চৌকি। আটক করা হচ্ছে যানবাহন।
এছাড়া চুয়াডাঙ্গায় ১৫০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর ভিড়ে বেড
ফাঁকা নেই। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালে করোনা ইউনিটে ৫০ জন ও
ইয়োলো জোনে ৬০ জন রোগী ভর্তি রয়েছে। অনেকে বেড না পেয়ে ফ্লোরে বিছানা
পেতে রয়েছে।
উল্লেখ্য, এ পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা
দাঁড়িয়েছে ২ হাজার ৭৩২ জন। মৃত্যুবরণ করেছে ৮৪ জন। ঢাকায় রেফার্ড হয়েছে ৪
জন। জেলায় বর্তমানে ৫৮৪ জন করোনা রোগী রয়েছে। তারা হাসপাতাল ও বাড়িতে
আইসোলেশনে আছেন।