চোখের চিকিৎসা করাতে রাতে লন্ডন যাচ্ছেন সাকিব
Share Now..
আঙুলের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। এরপর নির্বাচনী ব্যস্ততা শেষে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফেরার কথা ছিল টাইগার অধিনায়কের। তবে তার মাঠে ফেরা আরও দীর্ঘ হতে যাচ্ছে। চোখের চিকিৎসা করাতে আজ (রোববার) রাতে লন্ডন যাচ্ছন সাকিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। চোখের সমস্যার কারণে বিশ্বকাপ চলাকালীন ভারতে দু’বার চিকিৎসা করিয়েছিলেন। বিপিএলের প্রস্তুতি সমস্যা দেখা দেওয়াতে এবার লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে যাচ্ছেন সাকিব।
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের মাঠ মাতাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে সাকিব জানিয়েছিল, স্নায়ুচাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল সাকিবের।