ছেলে ইয়াশের বিয়ে নিয়ে কী বললেন অভিনেত্রী মা
দেশের বরেণ্য অভিনেত্রী শিল্পী সরকার অপু সাদাকালো যুগে টিভি নাটকের প্রিয় মুখ ছিলেন। ‘এইসব দিনরাত্রি’ তে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এখনও সমানতালে অভিনয় করছেন গুণী এ অভিনেত্রী। স্বামী অভিনেতা, নির্মাতা নরেশ ভূঁইয়া ও সন্তান ইয়াশ রোহানকে নিয়ে তার সুখের সংসার। ইতোমধ্যেই ইয়াশ রোহানও অভিনয় দিয়ে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মা-ছেলে। যেখানে ইয়াশের বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন তার মা শিল্পী সরকার।অভিনেত্রী বলেন, ‘এখন মানুষ বলে, ইয়াশের বিয়ে করা উচিত। তবে আমি মনে করি, তার যখন ইচ্ছে হবে তখনই বিয়ে করবে। ইচ্ছে না হলে করবে না। কারণ জীবনটা তার, এখানে আমি জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না।’ এসময় ছেলের প্রশংসায় অপু বলেন, ‘সে একজন ভালো ছেলে। তবে একটু অগোছালো। সেজন্য মাঝেমধ্যে বকাঝকা করি।’
পাশ থেকে ইয়াশ বলেন, ‘ধন্যবাদ ইশ্বরকে, আমার মা আমাকে এই স্বাধীনতাটা দিয়েছেন। বিয়ের জন্য কোনো চাপ দিচ্ছেন না। আমি ওপরওয়ালার কাছেও কৃতজ্ঞ।’
এই অভিনেতা আরও বলেন,‘আমার প্রথমে ইচ্ছে ছিল না অভিনয় করার। শখের বসেই এসেছিলাম। কাজ করছি, ভালো লাগছে। যতদিন ভালো লাগবে কাজ করে যাব।’
এসময় নিজের অভিনয়ের পেছনে মায়ের অবদান স্মরণ করে ইয়াশ বলেন, ‘আমার অভিনেতা হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান মায়ের। কারণ আমার ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার। তবে মায়ের ইচ্ছেতেই অভিনয়ে আসা। তাই সম্পূর্ণ কৃতিত্বটা তার।’ শিল্পী সরকার অপু পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাষ্ট্রবিজ্ঞানে। পড়াশোনার সময়েই বিয়ে হয় অভিনেতা, নির্মাতা ও সাংবাদিক নরেশ ভূঁইয়ার সঙ্গে। তার হাত ধরেই অভিনয়ে আসা শিল্পীর।
অভিনেত্রীর প্রথম নাটক ছিল ‘সুখের উপমা’। এর পরপরই করে পরিচিতি। ’আনোয়ারা’য় নাম ভূমিকায়, আলোচিত ‘ফেরা’তেও ছিলেন বিশেষ ভূমিকায়।
শিল্পী সরকার অপুর প্রথম চলচ্চিত্র ‘নিরন্তর’। একে একে তাকে দেখা গেছে ’স্বপ্নজাল’, ‘ভয়ংকর সুন্দর’, ‘দেবী’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘গুণীন’ প্রভৃতি ছবি ও ওয়েব সিরিজ ‘নিখোঁজ’-এ।