জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে হারারেতে পৌঁছায় টাইগাররা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। দলের সঙ্গে যোগ দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত দুই কোচও।
দোহায় দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। আর জোহানেসবার্গে দলের সঙ্গে যোগ দিয়েছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
প্রাথমিকভাবে টেস্ট দল গিয়েছে জিম্বাবুয়েতে। অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার সাদমান ইসলাম দলের সঙ্গে যোগ দিবেন আজ। টানা সফরের ধকল সামলাতে আজ সারাদিন বিশ্রামে থাকবেন মুমিনুলরা। আগামীকাল থেকে তারা নামবেন প্র্যাকটিসে।
বাংলাদেশ দলের জন্য কোয়ারেন্টিন বাতিল করেছে জিম্বাবুয়ে। ফলে কাল থেকে অনুশীলনে নামতে কোন বাধা নেই। ২-৩ জুলাই ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৭ জুলাই শুরু হবে সিরিজের একমাত্র টেস্টটি।
সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ দল।