ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Share Now..

ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গণে কর্মী সভা সফল করতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, পৌর সভাপতি ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাতুল জামান রনি, শাহিন হোসেন, আশিকুল ইসলাম, ইকরামুল করিম, আজম মোঃ ড্যানি, শিমুলিয়া ইউনিয়নের সভাপতি কামাল ফারুক, সাধারণ সম্পাদক নুরুল হক সোহান, সদরের সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শংকরপুরের সভাপতি শিব্বির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আশানুর রহমান, হাজিরবাগের সভাপতি আয়নাল হোসেন, নাভারণের সভাপতি ফারুক শিকদার রবি, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেন রিজু, মাগুরার সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু, গঙ্গানন্দপুরের সভাপতি তরিকুল ইসলাম, বাঁকড়ার সভাপতি নুরুজ্জামান আকাশ প্রমুখ। উল্লেখ্য, ঝিকরগাছার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মী সভায় অংশগ্রহণ করবেন বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *