ঝিকরগাছায় পানি সরবরাহের আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের অবহিতকরণ সভা
ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় পানি সরবরাহের আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প’র আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ও মুক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালের আয়োজনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অন্তরা সরকার, মুক্তি ফাউন্ডেশনের ট্রেনিং অফিসার অনিমেষ পাল, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার প্যানেল মেয়র সহ আরও অনেক।