ঝিকরগাছায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Share Now..

আফজাল হোসেন চাঁদ : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যশোরের ঝিকরগাছা উপজেলা কমান্ড কাউন্সিল, ত্রি-বার্ষিক সম্মেলন ও পৌরসভা কমান্ড কাউন্সিলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সারাদিন ব্যাপি অনুষ্ঠানে যশোর জেলা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক ও ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাওন রেজা খোকা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব ও খুলনা বিভাগীয় কমান্ড সদস্য সচিব জাহিদুল ইসলাম লিপু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, যশোর জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কাজী টিটো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সমাজ সেবা সম্পাদক সেলিম রেজা, সদস্য আবু সুফিয়ান, যশোর জেলা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব শাফি সমুদ্র, ঝিকরগাছা উপজেলা কমান্ড কাউন্সিলের উপদেষ্টা- উপজেলার বীর মুক্তিযোদ্ধার কমান্ডার মোঃ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ডাঃ মোঃ বিল্লাল হোসেন, সদস্য সচিব মোঃ শামীম হোসেন, সদস্য মাহমুদ মুকুল, পৌর শাখার আহ্বায়ক আনিসুজ্জামান সবুজ, সদস্য সচিব ফিরোজ্জামান তুলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য ও ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ শাফিউজ্জামান শিরীন ও ঝিকরগাছা পৌর শাখার যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির।
উল্লেখ্য, অনুষ্ঠানের ত্রিবার্ষিক সম্মেলন ও পরিচিতি সভা শেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঝিকরগাছা উপজেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন সহ মোট ৬১সদস্যের একটি পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব ও খুলনা বিভাগীয় কমান্ড সদস্য সচিব জাহিদুল ইসলাম লিপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *