ঝিনাইদহে ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হ*ত্যা নানা রহস্য

Share Now..



স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামে শাখাওয়াত হোসেন (৪৫) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে চাপড়ী গ্রামের বয়ারগাড়ী বিলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাখাওয়াত হোসেন পার্শবর্তী শৈলকুপা উপজেলার দিঘলগ্রামের লুৎফর রহমানের ছেলে। সে পেশায় ইজিবাইক চালক ছিলেন। ¯’ানীয়রা জানায়, সকালে বয়ারগাড়ী বিলের মাঠে শাখাওয়াতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় ¯’ানীয়রা। পরে পুলিশ এসে ঘটনা¯’ল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। সেসময় ঘটনা¯’ল থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল। তবে ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে দাবী করছে প্রত্যক্ষদর্শী দিঘলগ্রামের শিহাব উদ্দিন, পিড়াগাথী গ্রামের জাহিদ হোসেন ও আব্দুর রহমান রুবেল। আব্দুর রহমান রুবেল বলেন, আমরা রাত ৩ টার দিকে চাপড়ী গ্রাম থেকে ৪ জন ইজিবাইকে দিঘলগ্রাম যা”িছলাম। ঘটনা¯’লে পৌঁছালে দেখতে পাই রাস্তায় রশি টাঙানো রয়েছে। আমরা রশি দেখে ইজিবাইক থামিয়ে পেছাতে থাকি। সেসময় ৫/৬ জন লোক এসে আমাদের কাছ থেকে টাকা, মোবাইল কেড়ে নেয়। আমি ইজিবাইক পেছাতে গিয়ে মাঠের মধ্যে নামিয়ে দিই। আমার কাছ থেকে টাকা আর মোবাইল নিয়ে নিলে আমি দৌড়ে পালিয়ে যায়। পরে ডাকাডাকি করলে গ্রামের লোক এসে পড়ে। এসে দেখি শাখাওয়াত রক্তাক্ত অব¯’ায় পড়ে আছে। ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে বলে দাবি তাদের। অন্য একটি সুত্র জানায় নিহত শাখাওয়াতসহ বাকী ৪জন রাতে তাস খেলে বাড়ি ফিরছিলো। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আমরা ঘটনা¯’ল থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করেছি। যার মালিককে খুজছি। এটি ছিনতাইকারীদের হাতে হত্যা নাকি ওই যুবকরা জড়িত তা নিয়ে তদন্ত চলছে।

One thought on “ঝিনাইদহে ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হ*ত্যা নানা রহস্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *