ঝিনাইদহে কৃষক নেতা ইমান আলী মাষ্টারের ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত কৃষকনেতা মাস্টার ইমান আলী’র ১৩তম মৃত্যু বার্ষিকী বুধবার বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হয়। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুরস্থ সমাধিতে সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অপর্ন করে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে করোনায় কর্মহীন ও বিধ্বংসী ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবী করে উপকূলীয় বাঁধ সংস্কার, ইয়াসে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি মেরামত-পুনঃনির্মাণ এবং নতুন করে ফসল উৎপাদনে কৃষককে বিনামূল্যে পর্যাপ্ত উপকরণ সরবরাহ দাবি জানান। বক্তাগন বলেন, সম্প্রতি স্বাস্থ্যখাতের দুর্নীতির ধারাবাহিক প্রতিবেদন প্রকাশকারী সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানির নিন্দা জানানো হয়।