ঝিনাইদহে চাল ও টাকার সাথে আম উপহার পেল ৫’শ শ্রমিক

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫’শ শ্রমিকের মাঝে চাউল ও নগদ টাকার সাথে আম উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক মজিবর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, এনডিসি এরফানুল হক চৌধুরী, ঝিনাইদহ প্রেসক্লাবে সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, করোনার সংক্রমন প্রতিরোধে গত ২২ জুন থেকে জেলায় লকডাউন চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। একই সাথে করোনার কারনে বাগান মালিকরা আম বিক্রি করতে পারছেন না। এতে কম দামে আম বিক্রি করতে হচ্ছে। অনেক এলাকায় বাগানেই আম নষ্ট হয়ে যাচ্ছে। ফলে প্রধানমন্ত্রীর নির্দেশে বাগান থেকে ন্যায্য মূল্যে আম ক্রয় করে তা শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়। এতে বাগনীদের উপকারের পাশাপাশি হতদ্ররিদ্ররাও আম খেতে পারছে। প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি চাল, নগদ ৫’শ টাকা ও ৪ কেজি আম পেয়ে খুশি কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা। আম চাষি বুলবুল আহমেদ বাপ্পী জানান, করোনার কারনে আমের ন্যায্য মূল্য না পেয়ে তা বাগানেই নষ্ট হয়ে যাচ্ছে। এমতাবস্থায় বাগানীদের কাছ থেকে জেলা প্রশাসন ন্যায্য মূল্যে আম ক্রয় করায় আমরা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *