ঝিনাইদহে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে খাবার বিতরণ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের ৬ উপজেলায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে নানা কর্মসুচি পালন করে জেলা বিএনপি। সকালে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আহবায়ক এ্যাড. মশিয়ূর রহমান, সচিব এ্যাড. এম এ মজিদ, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম-আহবায়ক কে এম ওয়াজেদ, সদর থানা বিএনপি’র আহবায়ক মুন্সী কামাল আযাদ পান্নু, সদর পৌর বিএনপি’র আব্দুল মজিদ বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকি, জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি ও জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে শহরের উজির আলী স্কুল মাঠে ৫’শ অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।