ঝিনাইদহে জোর করে জমি দখলের অভিযোগ এক নারীর

Share Now..


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জোর করে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করেছেন মোছাঃ আনোয়ারা বেগম নামে এক নারী। এ নিয়ে সম্প্রতি আদালত ১৪৪ ধারা করে। তারপর একপক্ষ জোর করে জমিতে চাষ দিয়ে দখলের চেষ্টা করছেন বলে থানায় লিখিত অভিযোগ করেছেন এই নারী। আনোয়ারা বেগম ঝিনাইদহ শহরের পূর্ব কাঞ্চননগর এলাকার এইচএসএস সড়কের বাসিন্দা। তার স্বামীর নাম একেএম ফয়জুর রহমান।
ঘটনার বিবরণে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার ১৫৯ নং পবহাটী মৌজার খারিজ ১৪০৯, হোল্ডিং ৪৪৮১, এসএ ১৭৮৭ নং দাগে ১৯ শতক জমির মধ্যে ৪.৩৪ শতক জমি মোছাঃ আনোয়ারা বেগম রেকর্ড মূলে মালিক হয়। এরপর জমিটির দির্ঘদিন ধরে পাশর্^ বেড়া দিয়ে ভোগ দখল করে আসছে। সম্প্রতি তারই প্রতিবেশী আনারুল বিশ^াস, আনিচুর রহমান, সাফিয়ার রহমান, আতিয়ার রহমান, সুমন মোল্ল্যা ও মোঃ রাজন জমিটি তাদের দাবি করে জোরপূর্বক ভোগ দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে আদালত যায় আনোয়ারা বেগম। ফলে বিষয়টি আমলে নিয়ে আদালত সুষ্ঠ্য সমাধান না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে যাওয়া থেকে বিরত রাখার জন্য ১৪৪ ধারা জারি করে। তারপরও ১৫ আগষ্ট ভোরে আনারুল বিশ^াস, আনিচুর রহমান, সাফিয়ার রহমান ও আতিয়ার রহমান জমিটি ট্রাক্টর দিয়ে চাষ করে গাছ লাগিয়ে দখলের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *