ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের প্রেরণা একাত্তর চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। পরে স্কাউটস ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহঃ আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন, শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মহি উদ্দিন, শিক্ষক নেতা শ্যামল কুমার রায়, মনিরুজ্জামান, আলমগীর হোসেন, রেজাউল করিম ও শৈলকুপার মাসুদ করিম। বক্তারা বলেন, পৃথিবীর ১০০ টি দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এ দিনটি উদযাপিত হয় না। এই দিনটিকে সরকারী ছুটি দাবি জানিয়ে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২৫ ভাগ ঈদ বোনাস দীর্ঘ ১৬ বছরেও পরিবর্তন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *