ঝিনাইদহে ১৬০ কেজি পলিথিন জব্দ মালিক লাবনীকে জরিমানা
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তর ও র্যাব-৬ এর একটি আভিযানিক দল এর সমন্বয়ে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক । এসময় নিষিদ্ধ ঘোষিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রয় ও গুদামজাত করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১৫(১)(৪)(ক) ধারা মোতাবেক মেসার্স মঞ্জুরুল পি,পি,আর এর প্রতিষ্ঠানের মালিক লাবনী আক্তার (২৫) কে ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেসময় উপ¯ি’ত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার, জুনিয়র কেমিষ্ট মোঃ মুন্তাছির রহমান ও র্যাব-৬ এর একটি আভিযানিক দল। পরে জব্দকৃত ১৬০ কেজি পলিথিন উদ্ধার করে ধংস করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার জানান, ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।