ঝিনাইদহে ২১৫ জন কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ সার-বীজ বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র কৃষকদের মাঝে সার-বীজ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মজিবর রহমান। অনুষ্ঠানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হাসান উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সদর উপজেলার ২’শ ১৫ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ১৫ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।