ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ১২, আক্রান্ত ১০৮

Share Now..

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১০৮ জনের। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৪৬ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮শত ৫৮জন।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিস থেকে জানাযায়, গত ২৪ ঘন্টায় জেলা সদর হাসপাতাল ও উপজেলার স্বাস্থ কমপ্লেক্স থেকে ৩৪৪ জনের নমুনা সংগ্রহ করে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে সদর উপজেলায় ৩৪জন, শৈলকুপায় ২৬জন, হরিণাকুন্ডুতে ৭জন, কালীগঞ্জে ১৩জন, কোটচাঁদপুরে ১২জন ও মহেশপুরে ১৬জনের নমুনা পজেটিভ এসেছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদরে ৪ জন, কালীগঞ্জে ১জন ও কোটচাঁদপুর ১জন মারা গেছেন। এছাড়ও ঝিনাইদহ সদর হাসপাতালে ৫জন, কোটচাঁদপুরে ১জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

ঝিনাইদহ সিভিল সার্জন: ডা: সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে ৩৪৪ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ১০৮ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৩৯ ভাগ।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ৯ জন, কোটচাঁদপুরে ২ জন ও কালীগঞ্জে মারা গেছে ১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *