ঝিনাইদহে ৩নং সাগান্না ইউনিয়নে মহিলা কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজি
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নে মহিলা কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ আনোয়ারা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্ন, উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজ, জেলা মহিলা দলের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান লিজা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাগরিকা, তহমিনা আক্তার, সাগান্না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল, আলামিন, সাধুহাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি খলিলুর রহমান, আব্দুর রহমান কামাল, শরিফুল ইসলাম, ফজলুর রহমান, জাকির হোসেন, শিপন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আগামী দিনে সকল বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাঁদে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে দলের জন্য। এটা কর্মীদের বলেন আপনারা আওয়ামী লীগের দুঃশাসন দেখেছেন, আয়না ঘরে নির্যাতনের কথা শুনেছেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের নেত্রী কোথায়? আপনাদের ছেড়ে চলে গেছেন। কার কাছে রেখে গেলেন আপনাদের। বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগের দুঃশাসন দেখতে চায় না।
Hello! I’m at wortk ѕurfing around your blog from mmy new apрle iphone!
Juѕt wanted to say I love reading through your
blօg and ⅼook forward to alⅼ your postѕ! Carry on tһe оutstanding work! https://bbarlock.com/index.php/13_Saran_Tas_Laptop_Mutu_Jempolan_2024
hyperliquid
that site samourai wallet download
https://bezprovodoff.com/pgs/?gde_skachat_kazino_vavada.html
https tripscan – tripscan, https tripscan