ঝিনাইদহ পৌরসভার কলাবাগানপাড়ারতিনটি রাস্তার কাজের উদ্বোধন
Share Now..
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ায় এক যোগে তিনটি সড়কের কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন সড়কের নির্মান কাজের উদ্বোধন করেন। এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান কাজল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন, ওবাইদুর রহমান ওল্টু, বাচ্চু মিয়া ও ঠিকাদার স্বপন কুমার উপস্থিত ছিলেন। প্রায় ৪৩ লাখ টাকা ব্যায়ে পৌরসভার এই তিনটি রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, পর্যায়ক্রমে পৌরসভার সব রাস্তা মেরামত করা হবে। তিনি পৌরবাসিকে এই কাজে সহায়তরা করার জন্য আহবান জানান।