টিকটকে অ্যাকাউন্ট খুললেন পাকিস্তানের প্রেসিডেন্ট
বহুল আলোচিত- সমালোচিত ও জনপ্রিয় বিনোদনমূলক অ্যাপ টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। যা এখন দেশটির অন্যতম হট টক। অনেকে এটিকে সাধুবাদ জানালেও কেউ কেউ প্রেসিডেন্টের এমন উদ্যোগের মজা করছেন। খবর প্রকাশ করেছে দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (১৬ জুলাই) টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আলভি। পরে এ তথ্য তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। সেখানে টিকটক অ্যাকাউন্টের লিংকও দিয়ে দেওয়া হয়। দেশের তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেই তার এ উদ্যোগ বলে জানান।
এক টুইটার ব্যবহারকারী সাধুবাদ জানিয়ে লেখেন, প্রেসিডেন্টের এমন উদ্যোগ বাস্তববাদী ও দারুণ।
তবে সমালোচনাই তুলনামূলক বেশি। একজন লেখেন, তার এ উদ্যোগ আমাকে হতাশ করেছে। অবশ্য এটাও ঠিক যে দেশের নিষ্কর্মা তরুণদের বার্তা দিতে এমন উদ্যোগ দরকার ছিল। কারণ, তারা অধিকাংশ সময় এ ধরনের অপ্রয়োজনীয় জিনিস দেখেই কাটিয়ে দেয়।
আরেকজন টুইটার ব্যবহারকারী প্রেসিডেন্টকে রীতিমতো নাচের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আপনি টিকটকে থাকবেন আর নাচের চ্যালেঞ্জ নেবেন না, তা হয় না’।