টিকা নিয়ে করোনাকে প্রতিহত করতে হবে -মোস্তাফিজুর রহমান এমপি

Share Now..

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর- ৫ আসনের (ফুলবাড়ী-পার্বতীপুর) সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, করোনাভাইরাসের প্রার্দুভাবে পুরো বিশ^ আজো কুপোকাত হয়ে আছে। অন্যান্য দেশের সরকার এখনো তাদের দেশের মানুষের টিকা নিশ্চিত করতে না পারলেও বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা করেছেন। তিনি বলেছেন কেউ টিকা থেকে বাদ পড়বে না। সকলকে বিনামূল্যে টিকা দেয়া হবে। মফঃস্বলের প্রত্যান্ত গ্রামগুলোতেও এখন করোনা প্রতিরোধে টিকা দেয়া হচ্ছে। তাই সকলকে টিকা নিতে হবে। টিকা নিয়ে করোনাকে প্রতিহত করতে হবে।
গতকাল শনিবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় উপজেলার পৌরসভাসহ ৭টি ইউনিয়নে গণটিকা দান কর্মসূচি উদ্বোধনকালে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন তিনি।
সকালে এলুয়াড়ী ইউনিয়নের উদ্যোগে পানিকাটা দাখিল মাদ্রাসায় আয়োজিত টিকাদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবিউল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী প্রমুখ।
এদিকে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে পৌরসভার ১, ২ এবং ৩ নং ওয়ার্ডে করোনার টিকা দান কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন।
সকাল ৯টায় ফুলবাড়ী সরকারি কলেজে আনুষ্ঠানিকভাবে পৌরএলাকায় টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর হারান দত্তসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *