টেরোরিস্টরা পাকিস্তানের ‘সম্পদ’, তাদের বিচার করা কঠিন: মার্কিন স্কলার

Share Now..

জাতিসংঘের একশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকায় আছে পাকিস্তান। এটি কোনো বিস্ময়ের জন্ম দেয়নি। কারণ দেখা যাচ্ছে টেরোরিস্টরা এই রাষ্ট্রের ‘সম্পদে’ পরিণত হয়েছে। এসব বলেছেন মাইকেল কুগেলম্যান।

শনিবার (২৬ জুন) এসব উল্লেখ করেছে ডেইলি হান্ট। এফএটিএফের ২৭টি শর্তের একটি ছিল পাকিস্তানে সন্ত্রাসী দলগুলোর নেতাদের বিচার করা। পাকিস্তান এটি করতে না পারায় ধূসর তালিকা থেকে বের হতে পারেনি। কুগেলম্যান বলেন, ‘পাকিস্তানে একটি অত্যন্ত বিশাল জঙ্গি নেটওয়ার্ক রয়েছে এবং এটি ভেঙে ফেলার জন্য সময় লাগবে।’
তিনি আরো বলেন, এফএটিএফের প্রত্যাশা মোতাবেক পাকিস্তান সব সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই নেতাদের অনেককেই রাষ্ট্রের ‘সম্পদে’ পরিণত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *