ডেঙ্গুতে আক্রান্ত মোহাম্মদ হাফিজ
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ থেকে বাদ পড়লেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। এতে করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা পড়ে গেল শঙ্কায়।ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে” সেন্টার পাঞ্জাব দলের অংশ ছিলেন হাফিজ। জানা গিয়েছে, ম্যাচ খেলতে ইসলামাবাদ গিয়েছিলেন তিনি। সেখানেই তীব্র জ্বর, সেই সঙ্গে পেটের ব্যথা শুরু হয়।৪১ বছর বয়সী হাফিজকে এরপরই নিয়ে আসা হয়েছিল লাহোরে। ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার শেষে জানা যায়, ডেঙ্গুজ্বরে আক্রান্ত পাকিস্তানের তারকা ওপেনার। হাফিজের শুশ্রূষায় নিয়োজিত জনৈক চিকিৎসক জানিয়েছেন, “দু’দিন আগে হাফিজের রক্তে প্লেটলেট মারাত্মকভাবে কমতে শুরু করেছিল। তবে এখন ও অনেকটাই সামলে উঠেছে। আশা করা যায়, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই ও সুস্থ বোধ করবে।