ড্রোন পরিচালনায় পাকিস্তানে ঘাঁটি বানাচ্ছে সিআইএ
Share Now..
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) অবশেষে পাকিস্তানে মার্কিন ড্রোন চালানোর জন্য বিমানঘাঁটি পেতে যাচ্ছে। বাহরিয়া শহরে সোয়া এক বর্গকিলোমিটার থেকে আড়াই বর্গকিলোমিটারের জায়গার মধ্যে ঘাঁটি তৈরি হবে। বুধবার (৯ জুন) এসব জানিয়েছে দ্য ডিপেন্ডেন্ট।
প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে সামরিক নেতৃত্বের সাথে বৈঠক শেষে সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস বাহরিয়া শহরের প্রতিষ্ঠাতা মালিক রিয়াজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
এই ঘাঁটি তৈরি শুরু হওয়ার আগে এ নিয়ে একটি বিজ্ঞাপন প্রস্তুত করেছেন মালিক রিয়াজ। তিনি দ্য ডিপেন্ডেন্টকে তা বিশেষভাবে জানিয়েছেন। বিজ্ঞাপনটির শুরুতে দেখা যায়, আফ-পাক অঞ্চলে সর্বাধিক বিলাসবহুল বিমানঘাঁটি তৈরি হচ্ছে। এবছর জুনের মাঝামাঝি প্লট হস্তান্তর শুরু হবে।