তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতের উপহাইকমিশনারের সাক্ষাৎ
Share Now..
বাংলাদেশে সদ্যনিযুক্ত ভারতের উপহাইকমিশনার ড. বিনয় জর্জ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী ভারতীয় উপহাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান এবং এখানে অবস্থানকালে পূর্ণ সহযোগিতার কথা ব্যক্ত করেন। ড. হাছান মাহমুদ এবং ড. বিনয় জর্জ দু’দেশের মধ্যে যোগাযোগ, চলচ্চিত্র নির্মাণসহ সাংস্কৃতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেন।