তাইওয়ানকে পৃথক দেশ বলে ক্ষমা চাইলেন জন সিনা
তাইওয়ানকে পৃথক দেশ বলার পর চীনের কাছে ক্ষমা চাইলেন মার্কিন রেসলার ও চলচ্চিত্র তারকা জন সিনা। মঙ্গলবার তাইওয়ানের একটি টেলিভিশনে নিজের নতুন সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯-এর একটি প্রমোশনাল অনুষ্ঠানে গিয়ে তাইওয়ানকে পৃথক দেশ বলে উল্লেখ করেন তিনি। এরপরই শুরু হয় বিতর্ক। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
জন সিনা বলেন, তিনি চীনকে ভালোবাসেন এবং চীনের প্রতি তার সম্মান রয়েছে। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফলোয়ারদের একটা বড় অংশই চীনের নাগরিক।
বিগত এক দশক ধরে মান্দারিন ভাষা শিখছেন জন সিনা। তাই টিভি অনুষ্ঠানে গিয়ে নিজের ভাষাজ্ঞান যাচাই করতে চেয়েছিলেন তিনি। তখনই বাধে গন্ডগোল। ভুল করে তাইওয়ানকে দেশ বলে ফেলেন তিনি। মূলত তাইওয়ানকে পৃথক রাষ্ট্র হিসেবে মানে না চীন। যদিও বিশ্বে এ নিয়ে বিতর্ক রয়েছে। স্বতন্ত্র সরকার রয়েছে তাইওয়ানে।
তবুও তাইওয়ানকে কেউ আলাদা দেশ বললে, তাকে চীন ‘শত্রু’ হিসেবে বিবেচনা করে। আর সেই ভুলটাই করে বসেছিলেন জন সিনা। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯ ছবিটি চীনের বক্স অফিসে সুপার ডুপার হিট। ২১ মে চলচ্চিত্রটি চীনে মুক্তি পায়। মঙ্গলবার পর্যন্ত শুধু চীন থেকেই ১৫৫ মিলিয়ন ডলার উপার্জন করেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯।