তাপমাত্রা বেড়ে যাওয়ায় থাই কর্তৃপক্ষের সতর্কতা জারি

Share Now..


ব্যাংককসহ বিভিন্ন এলাকায় চলমান দাবদাহ বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রচণ্ড গরমে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শনিবার (২২ এপ্রিল) থাই কর্তৃপক্ষ এ সতর্কবার্তা দিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এশিয়ার কিছু অংশে এ মাসে প্রচণ্ড গরম পড়ছে। কিছু দেশে তাপমাত্রা রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড গরমে বাংলাদেশ ও ভারতের কিছু অংশে বিদ্যুতের চাহিদা বেড়েছে। ব্যাংককের বাগনা এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
থাইল্যান্ডের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই তাপমাত্রা রেকর্ড ৫৪ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয়। ৬৭ বছর বয়সী অ্যাম্পর্ন সুপাসার্ট ব্যাংককে গ্রিলড মুরগি বিক্রি করেন। গরমের কারণে তিনি বিশ্রাম নিতে অন্য শীতাতপ নিয়ন্ত্রিত দোকানে যান।সুপাসার্ট বলেন, ‘মাঝে মাঝে আমি গরম থেকে বাঁচতে সেভেন ইলেভেন স্টোরে আশ্রয় নিই।’ থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ বিভাগ পূর্বাভাস দিয়েছে, শনিবার কমপক্ষে ২৮ টি প্রদেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। সাম্প্রতিক গ্রীষ্মকালে বিদ্যুতের ব্যবহারও বেড়েছে।

থাই সরকারের মুখপাত্র আনুচা বুরাপাচাইসরি বলেন, গত ৬ এপ্রিল দেশে রেকর্ড ৩৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করা হয়। যা গত বছরের এপ্রিলে ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের রেকর্ড অতিক্রম করেছে।

প্রিন্স অব সানকালা ইউনিভার্সিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক মাথিনি ইউচারোয়েন জানান, জলবায়ু পরিবর্তনের কারণেই এখন এসব ঘটনা ঘটছে। অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি যেমন, চরম তাপ লক্ষ্য করা যায়।

2 thoughts on “তাপমাত্রা বেড়ে যাওয়ায় থাই কর্তৃপক্ষের সতর্কতা জারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *