তারকাদের বৈশাখ বরণ
বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নতুন বছর ১৪৩০-কে বরণ করে নিচ্ছে সকল শ্রেণি, পেশার মানুষ। যার ব্যতিক্রম ঘটেনি তারকাদের ক্ষেত্রেও। নিজেদের মতো করে পয়লা বৈশাখকে স্বাগত জানিয়েছেন তারা। ভুলে যাননি ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানাতেও। বাঙালির বিশেষ এই দিনটিতে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। শুক্রবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষবরণের একটি ছবি পোস্ট করেছেন তিনি।পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছাৃ..শুভ নববর্ষৃ.
তিনি আরও লিখেছেন, ‘নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক॥ জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাঙালীৃ.
এই বন্ধন চির অটুট থাকুক।’
পোস্টের শেষের লাইনে লিখেছেন, ‘আমার সোনার বাংলাৃ.আমি তোমায় ভালোবাসি॥’
নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, শুভ নববর্ষ সবাইকে। সাথে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা দেবে এমন প্রত্যয় ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
তিনি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, বৈশাখ আসে, বৈশাখ আসে, স্বপ্নগুলো সত্য হবার কাছে। হাসি মিশে ঝকিমকি প্রতিক শোভা পাবে, শুভ পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা দেবে।’
সুরের মূর্ছনা ও কবিতার ছন্দে ছন্দে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় শুক্রবার (১৪ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে। এরপর সকাল ৯ টার দিকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়ে বাঙালি জাতি।
The journey to victory starts here—join the game today! Lucky Cola