তালেবানদের হাতে মার্কিন সামরিক সরঞ্জাম জব্দ হওয়ার শঙ্কা

Share Now..

আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় ২০ শতাংশ সেনাকে সরানো হয়েছে বলে জানা গেছে। আগামী ১১ সেপ্টেম্বরের আগে এই কার্যক্রম সম্পন্ন হবে। কিন্তু এখন নতুন এক শঙ্কা দেখা দিয়েছে। বলা হচ্ছে, অঞ্চলটি থেকে মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের পর তাদের রেখে যাওয়া সামরিক সরঞ্জামগুলো জব্দ করতে পারে তালেবানরা। দ্য ফ্রন্টিয়ার পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্স উইং।

রবিবার (২৩ মে) সেখানে বলা হয়েছে, গত সপ্তাহের বৃহস্পতিবার আফগানিস্তানের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা স্বীকার করেছেন যে, মার্কিন সেনাদের রেখে যাওয়া হাজারের অধিক যানবাহন, অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তালেবান কর্তৃক জব্দ করা হতে পারে বলে শঙ্কা রয়েছে। তবে সামরিক পরিকল্পনাকারীরা বলছে, তারা আফগান সরকারের জন্য কিছু সরঞ্জাম রেখে যাবে।

সিনেটে আফগানিস্তান বিষয়ে শুনানি চলাকালে আইনপ্রণেতাদের যুক্তরাষ্ট্রের যৌথবাহিনীর পলিটিকো-মিলিটারি বিষয়ক উপ পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ম্যাথু ট্রলিংগার বলেন, আফগান সরকারের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কাছে কিছু সামরিক যানসহ অন্যান্য সরঞ্জামাদি হস্তান্তর করা হবে। যেন তারা নিজেদের দেশকে সুরক্ষিত করার চলমান প্রচেষ্টায় কাজে লাগাতে পারে।

আমরা যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য ঘাঁটি এবং স্টেশনগুলোতে ফিরিয়ে আনতে সক্ষম এমন সরঞ্জামগুলো পুনরায় ব্যবহারের জন্য নিয়ে আসবো। আর যে সরঞ্জামগুলো অপ্রচলিত এবং আইনগতভাবে আফগানিস্তানের কাছে হস্তান্তর করা সম্ভব নয় সেগুলো বাতিল করে দেওয়া হবে, যোগ করেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের এক কর্মকর্তা জানান, আফগানিস্তান থেকে ইতিমধ্যে ১৩ থেকে ২০ শতাংশের মতো মার্কিন সেনা ও সরঞ্জাম প্রত্যাহার করা হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা নিয়ে নির্দিষ্ট করে তিনি কোনো তথ্য দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *