তালেবান দখলে তিন চাপে আফগান অর্থনীতি
Share Now..
তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে চাপে পড়েছে আফগান অর্থনীতি। তালেবানরা ক্ষমতা দখলের পর থেকেই কমে যাচ্ছে আফগান মুদ্রার মান। সেই সঙ্গে বাড়ছে মুদ্রাস্ফীতি। ইতোমধ্যে কাবুলে গমের দাম দ্বিগুণ হয়েছে। এমনকি যাদের টাকা আছে, সেই আমানতকারীরাও ব্যাংক থেকে তাদের সঞ্চয় পুরোপুরি তুলতে পারবে না। এছাড়াও সামষ্টিক প্রকৃত আয় কমে যাবে। তালেবানের অধীনে সরকারের রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমতে পারে। এদিকে, দাতাসংস্থা কম আর্থিক সহায়তা প্রদান করলে সরকারি সেবা-কর্মসূচিগুলোর কাটছাঁট করতে হবে। অনেক সরকারি কর্মচারীকে ছাঁটাই করা হবে এবং যারা বাকি আছেন, তাদের বেতন অনেক কম হবে। আর শরণার্থী বৃদ্ধি পেলে তবে প্রতিবেশী এবং আরও দূরে থাকা দেশগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে আরও লাখ লাখ আফগান শরণার্থীর ধাক্কা সামলাতে হতে পারে।