দক্ষিণী ছবিতে গান গাইবেন ব্রিটনি

Share Now..


মালায়লাম ভাষায় সবচেয়ে ব্যবসাসফল এবং জনপ্রিয় ছবি ‘লুসিফার'(২০১৯)এর রিমেক হচ্ছে ‘গডফাদার’। সেখানে মোহনলালের চরিত্রে চিরঞ্জীবীকে দেখা যাবে। শোনা যাচ্ছে সেই ছবিতে একটি গান গাইবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স।একটি বহুল প্রচরিত জাতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী তেলেগু ভাষায় এই ছবিটির পরিচালক মোহন রাজা ব্রিটনিকে দিয়ে ছবিতে একটি গান করানোর পরিকল্পনা করেছেন। ছবিতে একটি ছোট্ট চরিত্রে সালমান খানকেও দেখা যেতে পারে। যদিও এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।ব্রিটনি সম্পর্কে উচ্ছ্বসিত দক্ষিণী জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী বলেছেন, ‘ব্রিটনি যদি গডফাদার ছবির জন্য কণ্ঠ দেন, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’ পলিটিকাল ড্রামা ঘরানার ছবি ‘গডফাদার’এর শুটিং শুরু হয়েছে গত আগস্ট মাস থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *