দক্ষিণ চীন সাগরে ‘অজানা বস্তুর’ সঙ্গে মার্কিন সাবমেরিনের ধাক্কা

Share Now..

যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের সঙ্গে অজানা বস্তুর ধাক্কা লেগেছে। ডুবন্ত সাবমেরিনে এই ধাক্কায় বেশ কয়েক জন মার্কিন নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা যায়, দক্ষিণ চীন সাগর এলাকায় টহলের সময় এই ঘটনাটি ঘটেছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসএস কানেকটিকাট গত শনিবার ওই বস্তুটির সঙ্গে ধাক্কা খেলে ১৫ নাবিক আহত হয়। এর কারণ এখনও অজানা।

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় চীনা যুদ্ধবিমানের প্রবেশ নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই চরম বিতর্কিত দক্ষিণ চীন সমুদ্রে এই ঘটনা ঘটলো। মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সাবমেরিনটি এখন মার্কিন এলাকা গুয়াম অভিমুখে রওনা দিয়েছে।
এক বিবৃতিতে নৌবাহিনীর মুখপাত্র জানান, সাবমেরিনটির পারমাণবিক প্লান্ট এবং এলাকা আক্রান্ত হয়নি। এটি সম্পূর্ণ কার্যক্ষম রয়েছে। তবে আঘাতে সাবমেরিনটির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যালোচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *