দামুড়হুদায় বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর টিকা কার্যক্রমের উদ্বোধন
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের খলিফাপাড়ায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ অধিদফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: মমতাজ মহল। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী, সার্জন ডা. নাজমুল হাসান শাওন, প্রাণী সম্পদ অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী বলেন, এবার দামুড়হুদা উপজেলায় পিপিআর টিকা কার্যক্রমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯১টি। এর মধ্যে ছাগল ১ লাখ ৫৩ হাজার ৭৯৪ টি ও ভেড়া ২১ হাজার ৩৯৭ টি। সারা দেশের ন্যায় পিপিআর টিকা কার্যক্রম ১লা অক্টোবর শুরু হয়ে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।