দিনাজপুর শহর সমাজসেবা দপ্তরের সেমিনার

Share Now..

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শহর সমাজসেবা দপ্তরের উদ্যোগে গতকাল সোমবার ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
সেমিনারে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আব্দুল মোতালেব সরকার। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মোশারফ হোসেন।
শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে সেমিনারে মুক্ত আলোচনা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. ময়নুল হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলী খান, বিআরডিবি দিনাজপুরের উপপরিচালক মাহফুজুর রহমান, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আসাদুজ্জামান, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি মো. বজলুল হক, আইসিটি বিভাগের সহকারি প্রোগ্রামার মো. রুবেল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *