দিল্লিতে আগামীকাল থেকে খুলছে বার-পার্ক

Share Now..

ভারতের দিল্লিতে কোভিড বিধিনিষেধে শিথিলতা ২৮ জুন সকাল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার (২১ জুন) থেকে বার খোলার অনুমতি দিয়েছে দিল্লি সরকার। এছাড়া রেস্তরাঁ খোলার সময় দুইঘণ্টা বাড়ানো হয়েছে। রেস্তরাঁ ও বার খোলা থাকবে যথাক্রমে সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে মোট আসনের ৫০ শতাংশ গ্রাহক প্রবেশ করতে পারবেন। এছাড়া পার্ক, উদ্যান ও গলফ ক্লাব খোলার অনুমতিও দেওয়া হয়েছে।

রবিবার (২০ জুন) এসব জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। দিল্লিতে আনলক পর্ব নিয়ে সম্প্রতি সতর্ক করেছেন ভারতের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, এপ্রিল ও মে মাসে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা হয়েছে দিল্লির। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, স্বাস্থ্য সেবা কার্যত ভেঙে পড়ে। তবুও সরকারি উদাসীনতার ছবির কোনো পরিবর্তন হয়নি।
সম্প্রতি ভারতের বেশ করেকজন চিকিৎসক ও বিজ্ঞানী বলেছেন, দ্বিতীয় ঢেউয়ের তুলনায় কম শক্তিশালী হলেও চলতি বছরের অক্টোবর মাসেই ভারতে আছড়ে পড়তে পারে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে শনিবার এমনই আশঙ্কার কথা জানিয়েছেন এমস এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *